কলেজ পরিচিতি

নড়াইল সরকারি মহিলা কলেজ, নড়াইল

Picture

প্রতিষ্ঠাকাল- ১৯৮৬ খ্রিস্টাব্দ

কলেজ ক্যাম্পাস

পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ ক্যাম্পাস

বার্ষিক বনভোজন

বার্ষিক বনভোজনে আমরা সকলে।

উৎসবমুখর আমাদের ক্যাম্পাস

উৎসব পালনে আমাদের কলেজ

কলেজ সম্পর্কে

Picture
চিত্রা নদী বিধৌত প্রকৃতির অপরূপ শোভায় সুশোভিত নড়াইল জেলায় ১৯৮৬ সালে স্থানীয় কতিপয় বিদ্যোৎসাহী ব্যক্তিত্ত¡ ও জেলা প্রশাসন এর একান্ত সহযোগিতায় নড়াইল সরকারি মহিলা কলেজটির যাত্রা শুরু। পরবর্তীতে বর্তমান দুর্গাপুরে সরকারি ২ একর খাস জমিতে এর স্থায়ী কার্যক্রম শুরু হয়। মাত্র ০৬ জন ছাত্রী নিয়ে জেলা শিল্পকলা মিলনায়তনে সর্বপ্রথম এর যাত্রা শুরু। আর এভাবেই আজকের এই বৃহৎ প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বর্তমান সময়ে এসে পরিপূর্ণতা লাভ করেছে। কলেজটি জাতীয়করণে ১৯৯৭ সালের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। যশোর বোর্ডের অধীনে শুরুতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও পরবর্তীতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ডিগ্রী পর্যায়েও পাঠদানের অনুমতি পাওয়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তাছাড়া বর্তমানে ৭টি বিষয়ে অনার্স কোর্স চালু করার একটি প্রস্তাবও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবেচনাধীন রয়েছে।
দেশ ও জাতির কল্যাণে এ অঞ্চলের নারীদের শিক্ষিত ও দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অবস্থানগত কারণে নান্দনিক ও প্রাতিষ্ঠানিক সৌন্দর্যে ভরপুর এ কলেজের রয়েছে তিনটি ভবন এবং একটি সুদৃশ্য ছাত্রী নিবাস। বিদ্যমান তিনটি ভবনের দু’টিতে পাঠদান করা হয় এবং অপরটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও কলেজের সকল শ্রেণিকক্ষ এবং অন্যান্য কাজে ব্যবহৃত কক্ষগুলোতে রয়েছে ২৮ টি সিসি ক্যামেরা যা ছাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে। শ্রেণিপাঠের মধ্যবর্তী সময়ে ছাত্রীদের সময় কাটানোর জন্য কলেজ চত্তরে একটি মনোমুগ্ধকর ও সিন্গ্ধ অপেক্ষাগার রয়েছে।
একাডেমিক কার্যক্রমের আওতায় বিভিন্ন মডেল ক্লাস এবং পরীক্ষাসমূহ নিয়মিত অনুষ্ঠিত হয়। প্রতিটি পরীক্ষার পর অভিভাবক সমাবেশ করে তাঁদের সন্তানদের পড়াশুনার মান পর্যালোচনার মাধ্যমে বাস্তবভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। ১৬ টি বিষয়ে মোট বিশ জন শিক্ষক এ পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। ক্রমান্বয়ে এ প্রতিষ্ঠানটি পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতঃপূর্বে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৩ সালে একজন এবং ১৯৯৪ সালে একজন পরপর দু’বছর যশোর বোর্ডে মেধা তালিকায় ৫ম স্থান লাভ করেছিল। বিভিন্ন জাতীয় দিবসগুলোতেও এ কলেজের ছাত্রীদের রয়েছে দীপ্ত পদচারনা।
জেলা পর্যায়ে সংগঠিত যে কোন কার্যক্রমে এ শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা প্রতিনিয়ত প্রতিভার সাক্ষর রেখে চলেছে। বিভিন্ন সময়ে এখান থেকে পাসকৃত ছাত্রীরা বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক উচ্চ পদে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ক্যাডার কর্মকর্তা, ব্যাংক এবং সরকারি উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এর বাস্তবায়নে এবং উন্নত জনসম্পদ তৈরিতে এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছাত্রীদের গড়ে তোলায় এখানকার শিক্ষক ও কর্মচারীবৃন্দ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে।

অধ্যক্ষ হিসেবে এ প্রতিষ্ঠানে যাঁরা বিভিন্ন সময়ে দায়িত্বপালন করেছেন

Picture
ক্রমিকনামমেয়াদ কাল
০১জনাব আজিজুন নেছা (ভারপ্রাপ্ত)১৮.০৯.১৯৮৬ – ২৪.০১.১৯৯১
০২জনাব এস. এম. নজরুল ইসলাম২৪.০১.১৯৯১ – ২৮.০২.১৯৯৯
০৩জনাব এস. এম. নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)০১.০৩.১৯৯৯ – ২৭.০৩.২০০২
০৪প্রফেসর হোসনে আরা বেগম২৭.০৩.২০০২ – ০৭.০৯.২০০২
০৫জনাব আজিজুন নেছা (ভারপ্রাপ্ত)০৭.০৯.২০০২ – ১৯.০৭.২০০৩
০৬প্রফেসর মো: আবু মুসা১৯.০৭.২০০৩ – ০৪.০৭.২০০৬
০৭জনাব মো: আলাউদ্দীন (ভারপ্রাপ্ত)০৪.০৭.২০০৬ – ০৩.০৫.২০০৭
০৮প্রফেসর মহ: ইমদাদুল হক০৩.০৫.২০০৭ – ১৫.০২.২০১০
০৯জনাব এম আব্দুর রহিম (ভারপ্রাপ্ত)১৫.০২.২০১০ – ০২.০৫.২০১০
১০প্রফেসর মোহাম্মদ আলী০২.০৫.২০১০ – ০৪.০৬.২০১৬
১১জনাব মো: আব্দুল মান্নান (ভারপ্রাপ্ত)০৪.০৬.২০১৬ – ০৪.১০.২০১৬
১২প্রফেসর নিরাপদ মজুমদার০৪.১০.২০১৬ – ২৯.০৯.২০১৮
১৩জনাব এস.এম. নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)২৯.০৯.২০১৮ – ০৬.১০.২০১৮
১৪প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান০৬.১০.২০১৮ – অদ্যাবধি

বর্তমানে কর্মরত কর্মকর্তাবৃন্দের তালিকা

Picture

ক্রমিকনামপদবীবিষয়আইডি নংমোবাইল নং
০১ড. মোঃ মাহবুবুর রহমানঅধ্যক্ষপ্রাণিবিদ্যা১৮২৩০১৫৫২-৪৮৮৭৩০
০২জনাব সুপর্না নাগ (ইনসিটু)সহকারী অধ্যাপক (29th BCS)ইংরেজি২১৮৭৫০১৭১৫-৭৮১৩৪৩
০৩জনাব পিযুষ কুমার দাস (ইনসিটু)সহকারী অধ্যাপক (30th BCS)বাংলা২২৯২৩০১৭১৭-৪০৯৩১৭
০৪জনাব অশোক কুমার মজুমদারপ্রভাষকগণিত১১০১৬০১৯১৪-১০৮৩৭৯
০৫জনাব বিশ্বজি্‌ত্ বিশ্বাসপ্রভাষক (30th BCS)অর্থনীতি২৩১৩৪০১৭৩৪-৬১৯৭৪৯
০৬জনাব কাজী ওবায়দুল্লাহপ্রভাষক (32th BCS)ইতিহাস২৪৩৯০০১৭১২-৯০৫৮৭৯
০৭জনাব নিত্য রঞ্জন সরকারপ্রভাষক (33th BCS)সমাজবিজ্ঞান২৫৮৪৭০১৯৬২-১৯০৫৭০
০৮জনাব এস. এম. রাজীব হোসেনপ্রভাষক (33th BCS)বাংলা২৫৪০৮০১৭২৩-৫৭৪০০০
০৯জনাব মো: আলী হোসেনপ্রভাষক (33th BCS)রসায়ন০১৭৩৮-১৭৫৯৬৩
১০জনাব মন্নু বিশ্বাসপ্রভাষক (34th BCS)পদার্থবিদ্যা০১৭২২-৬৩২৪৭৬
১১জনাব সবুজ কুমার হালদারপ্রভাষক (34th BCS)ইংরেজি০১৭৫৮-৯৩৬৩৬৪
১২জনাব মুহাম্মদ নাজমুল হুসাইন রনিপ্রভাষক (34th BCS)প্রাণিবিদ্যা০১৭১০-০৮১৪১৫
১৩জনাব সন্ধ্যা রানী কুন্ডুপ্রভাষক (35th BCS)ব্যবস্থাপনা০১৭২৩-৯৩৪৫৮৫
১৪জনাব মাহমুদুর রহমানপ্রভাষকইসলাম শিক্ষা২৫২৭৯০১৭৮৩-৮৬৩৬৯০
১৫জনাব মোসাঃ শারমিন খানমপ্রভাষক (36th BCS)হিসাববিজ্ঞান ০১৯৬৬- ৬১৫৯১০
১৬জনাব বৈশাখী ঘোষপ্রভাষক (36th BCS)রাষ্ট্রবিজ্ঞান০১৫১৫-৬৫৬২৩৭
১৭জনাব মোছাঃ নিলীমা খানমপ্রভাষক (37th BCS)দর্শন০১৯২২-৩২৮৭২৬
১৮জনাব শামীমা খাতুনপ্রভাষক (38th BCS)দর্শন০১৭২৩-৭৭৭৭৩৬
১৯জনাব  মোঃ সালমান রহমান প্রভাষক (38th BCS) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি    ০১৭১০- ৪১৬৩২৬

কর্মচারীদের তথ্য

Picture

ক্রমিকনামপদবীমোবাইল নং
০১সেখ আঃ আলিমপ্রধান সহকারী০১৭১৪-৭৩১৩৬৩
০২ছালেহা খাতুনঅফিস সহায়ক০১৭১৫-৬৭১২১২
০৩হাসি বেগমঅফিস সহায়ক০১৭৪৬-৩৭২৬৯২
০৪মোঃ মোসলেম মোল্যাঅফিস সহায়ক০১৭১৪-৪৭৬২১১
০৫নিমকি রাণী দাসঅফিস সহায়ক০১৮৩৭-১৩৯২২৫
০৬মোঃ আজিমুজ্জামানঅফিস সহায়ক০১৭৩৪-৯৫৪৫৭৯
০৭গিয়াস উদ্দিনঅফিস সহায়ক০১৭৩৯-৮১৩৩০৬
০৮মোঃ ইউসুফ মোল্যাএম এল এস এস (মাষ্টার রোল)০১৭৬৮-০০০৩৮৫
০৯মোঃ আশরাফুল আলমএম এল এস এস (মাষ্টার রোল)০১৯৩৮-৬৮১২৯১
১০সরজিত্ কুমার বিশ্বাসএম এল এস এস (মাষ্টার রোল)০১৭৩২-২৩৬৫৩০
১১বিষ্ণু পদ রায়কম্পিউটার অপারেটার (মাষ্টার রোল)০১৯৩৭-১৯২২৭১
১২মোছা: মৌসুমী রকিবএম এল এস এস (মাষ্টার রোল)০১৯১২-৬৯৭০৭১
১৩ছবিতাএম এল এস এস (মাষ্টার রোল)০১৯৩১-৮১১৫১১
১৪লাভলী বেগমএম এল এস এস, হোষ্টেল (মাষ্টার রোল)০১৯৫৫-৭৭৪০৫৬
Picture

ফটো গ্যালারি

Picture

ভর্তির জন্য় ফরম ডাউনোড করুন এখান থেকে।

শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে নড়াইল সরকারি মহিলা কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া কামনা করা হয়।
শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে নড়াইল সরকারি মহিলা কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া কামনা করা হয়।
শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে নড়াইল সরকারি মহিলা কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া কামনা করা হয়।
শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে নড়াইল সরকারি মহিলা কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া কামনা করা হয়।