নড়াইল সরকারি মহিলা কলেজ

মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা! কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে, ( এমন কোথা আর আছে গো! ) গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা || ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা, ( মরি হায়, হায়রে! )

নোটিশ বোর্ড

Picture

সেরা রেজাল্ট

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব । মানুষের মনুষ্যত্ব আছে যা অন্য কোন প্রাণীর নেই । এই মনুষ্যত্বের জন্যই তো মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী ।সততা , ন্যায় বিচার , পরোপকার ইত্যাদি সদগুনের মাধ্যমেই মানুষ আদর্শ মানুষে পরিণত হয় ।”মানুষ বাঁচার জন্য খায় আর পশুরা খাওয়ার জন্য বাঁচে ” ।

আমাদের শিক্ষার্থীরা

0% পাসের হার
0 মোট শিক্ষার্থী
0 শিক্ষক মন্ডলী
0 অন্যান্য স্টাফ
0 প্রাক্তন শিক্ষার্থী

ভর্তির জন্য় ফরম ডাউনোড করুন এখান থেকে।

 

নড়াইল সরকারি মহিলা কলেজে ০৪/১০/২০২১ খ্রি. তারিখে কোভিড-১৯ প্রতিরোধে শিক্ষনীয় ও উদ্বুদ্ধকারী সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নড়াইল মহোদয় এবং মূখ্য আলোচক হিসেবে ছিলেন সিভিল সার্জন, নড়াইল।